ধ্রুব রিপোর্ট
বিয়েতে দাওয়াত না দেয়ায় মেয়ের পিতাকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় ইয়ামিন মন্ডল নামে একজনকে আটক করেছে যশোরের পুলিশ। আটক ইয়মিন মন্ডল নতুন খয়েরতলার কামরুজ্জামান ওরফে লাল্টু ফকিরের ছেলে। বুধবার বিকেলে আটক ইয়ামিনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় মেয়ের পিতা আহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য তরিকুল ইসলামের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে আটক ইয়ামিন মন্ডলসহ অপরিচিত ২ জনকে আসামি করে মঙ্গলবার রাতে কোতয়ালি থানায় মামলা করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি তরিকুল ইসলামের মেয়ের বিয়ে। বিয়েতে আসামি ইয়ামিন মন্ডলকে দাওয়াত দেয়া হয়নি বলে ইয়ামিন মন্ডল তার সাথে দেখা করে বিয়ে উপলক্ষ্যে খাওয়া-দাওয়ার জন্য ৫ হাজার টাকা দাবি করে। টাকা না দিয়ে তরিকুল চলে যাওয়ার সময় ইয়ামিন ও তার সহগযোগীরা তার গতিরোধ করে। একপর্যায়ে ইয়ামিন ও তার সহযোগীরা তরিকুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরে সিএমএইচে ভর্তি করে। তরিকুল ইসলাম কিছুটা সুস্থ্য হলে থানায় এ মামলা করা হয়।