ধ্রুব রিপোর্ট
❒ মাওলানা ইসরাফিল হোসেন। ছবি: ধ্রুব নিউজ
ডি মিডিয়া হাউজের চেয়ারম্যান ও ধ্রুব নিউজের প্রকাশক শামসুজ্জামানের পিতা মাওলানা ইসরাফিল হোসেন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে যশোর সদর উপজেলার নতুনহাটের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন কিডনিজটিলতাসহ নানা রোগে ভুগছিলেন।
মওতুল আলিমি, মওতুল আলাম-জ্ঞানীর মৃত্যু মানে, জগতের মৃত্যু। মাওলানা ইসরাফিল শুধু একজন শিক্ষক ছিলেন না, আলেম হিসেবেও তিনি সমধিক পরিচিত ছিলেন। ঝিকরগাছার মানুষের পাশাপাশি, দেশের অনেকেই তাকে একজন সুলেখক হিসেবে চিনতেন। একসময় যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণে নিয়মিত কলাম লিখতেন। সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন এলাকায়। তিনি ঝিকরগাছা বি এম হাইস্কুলের শিক্ষকতা করতেন। তার অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তার জীবিতকালে প্রকাশিত একমাত্র গ্রন্থ-‘পোশাকে ইসলাম নেই’।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর নতুনহাটে নিজ বাসভবন চত্ত্বরে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাওলানা ইসরাফিল হোসেনের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুল, সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, গোলাম কুদ্দুস, রেজাউল করিম ও মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত শহর আমির মাওলানা ইসমাইল হোসেন ও সেক্রেটারিসহ নেতৃবৃন্দ।
শোকবার্তায় তারা বলেন, মাওলানা ইসরাফিল হোসেন ছিলেন একজন আদর্শবান মানুষ । তিনি সন্তানদের সুশিক্ষিত হিসেবে গড়ে তোলার পাশাপাশি অসংখ্য ছাত্রকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারালাম।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সাথে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।