ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
❒ শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন বিএনপি নেত্রী সাবিরা সুলতানা মুন্নি। ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রবীণ বাসিন্দা, পরহেজগার ও বিশিষ্ট সমাজসেবী জাহিদা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৯০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শনিবার (১০ জানুয়ারি) সকালে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমা জাহিদা খাতুন জীবদ্দশায় একজন অত্যন্ত সজ্জন, ধর্মপরায়ণ ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। দীনী শিক্ষা বিস্তার ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তার বিশেষ অবদান ছিল, যা এলাকাবাসীর কাছে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। তার প্রয়াণে পরিবার ও এলাকাবাসী একজন শ্রদ্ধাভাজন অভিভাবককে হারাল।
তার মৃত্যুসংবাদ পেয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে ঝিকরগাছায় ছুটে যান যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি নেত্রী সাবিরা সুলতানা মুন্নি। তিনি মরহুমার বাড়িতে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় সাবিরা সুলতানা মুন্নি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। তিনি বলেন, “জাহিদা খাতুন ছিলেন আমাদের সমাজের একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। তার অভাব সহজে পূরণ হবার নয়।” তিনি শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং যেকোনো প্রয়োজনে সবসময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে পরিবার সূত্রে নিশ্চিত করা হয়েছে।