চৌগাছা (যশোর) প্রতিনিধি
ছবি: প্রতীকী
যশোরের চৌগাছায় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা মোটরসাইকেলের ধাক্কায় রবিউল ইসলাম (৭২) নামে এক বৃদ্ধ বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রবিউল ইসলাম উপজেলার চাঁদপাড়া দক্ষিণ পাড়ার বাসিন্দা এবং মৃত আইজ উদ্দিন কাহারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম বিকেলে চাঁদপাড়া বাজার থেকে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে গ্রামের ইটের সলিং রাস্তায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে সজোরে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনি বাইসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় এবং মাথায় গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
হাসপাতালে নেওয়ার পথে আব্দুলপুর নামক এলাকায় পৌঁছালে রবিউল ইসলামের মৃত্যু হয়। স্বজনরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর নিহতের মরদেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়।
বর্তমানে নিহতের মরদেহ তার নিজ বাড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, গ্রাম্য রাস্তায় মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।