ধ্রুব রিপোর্ট
ছবি: সংগৃহীত
যশোরের মণিরামপুরে নাশকতার পরিকল্পনা ও ককটেল হামলার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শেখ হেলাল উদ্দিন নামের এক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে মশ্মিমনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাদী হয়ে মণিরামপুর থানায় মামলাটি দায়ের করেন।
মণিরামপুর প্রতিনিধি মামলার বরাতে জানায়, গত ২৯ ডিসেম্বর রাতে খাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে মফিজুর রহমান বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে গালিগালাজ ও মারধরের উদ্দেশ্যে ধাওয়া করা হয়। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে পালিয়ে যায়।
মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, ওয়ার্ড কৃষকলীগ সভাপতি আবজাল খাঁ এবং জেলা ছাত্রলীগ সদস্য ফজলুসহ ১৩ জন। এ ঘটনায় পুলিশ খানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ হেলাল উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।