সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ জুলাই সনদ ঘিরে নতুন সংকট

জরুরি বৈঠকে ঐকমত্য কমিশন

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৫ অক্টোবর,২০২৫, ০৬:৫৮ পিএম
জরুরি বৈঠকে ঐকমত্য কমিশন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে সৃষ্টি হয়েছে নতুন অনিশ্চয়তা। পরিস্থিতি সামাল দিতে বুধবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন কমিশন প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় ‘অতি জরুরি’ বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও বৈঠকে অংশ নেন।

৬টি সংস্কার কমিশনের ৮৪টি প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে ‘জুলাই জাতীয় সনদ’। আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের কথা রয়েছে। তবে সনদ বাস্তবায়নের পথ ও প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতানৈক্যের কারণে অনুষ্ঠানটি অনিশ্চয়তার মুখে পড়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিশনের সঙ্গে বৈঠক করে সনদ বাস্তবায়নে ‘সংবিধান আদেশ’ জারির দাবি তোলে। অন্যথায় তারা সনদে সই করবে না বলে জানায়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। দলটির এক নেতা জানান, ‘সনদে যদি সব দলের ঐকমত্য প্রতিফলিত হয়, আমরা অবশ্যই সই করব।’

এ ছাড়া বামপন্থী দলগুলোর একটি অংশ সনদে সই না করার ইঙ্গিত দিয়েছে। বিএনপি সনদের অঙ্গীকার অংশে নতুন একটি ধারা যোগ করার প্রস্তাব করলেও কমিশন তা অন্তর্ভুক্ত করেনি।

গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নে সব দল নীতিগতভাবে একমত হলেও ভোটের সময়, পদ্ধতি ও কাঠামো নিয়ে বিভেদ এখনো রয়ে গেছে। বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে এ বিষয়ে অবস্থান ভিন্ন।

ঐকমত্য কমিশনের সূত্র জানিয়েছে, আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলো সনদে সই করবে কি না এবং বাস্তবায়নের পথ কী হবে—সে বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে। প্রয়োজনে সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাবও আসতে পারে।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যেন কোনো নতুন সংকট তৈরি না হয়, আমরা সেটিই নিশ্চিত করতে চাই।’

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)