বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন ও যৌথবাহিনীর টহল

মণিরামপুর (যশোর) প্রতিনিধি মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ১১ জানুয়ারি,২০২৬, ১০:৪৩ পিএম
মণিরামপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন ও যৌথবাহিনীর টহল

❒ প্রশাসনের তরফে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিয়ন ও বাজারে বিশেষ যৌথ টহল পরিচালিত হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-কে সামনে রেখে যশোরের মণিরামপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে বিশেষ তৎপরতা শুরু করেছে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী। এরই অংশ হিসেবে গত রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিয়ন ও বাজারে বিশেষ যৌথ টহল পরিচালিত হয়। প্রশাসনের এই আকস্মিক ও শক্তিশালী উপস্থিতিতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক স্বস্তি ও নিরাপত্তার আমেজ লক্ষ্য করা গেছে।

​এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সম্রাট হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন। টহল দলে আরও উপস্থিত ছিলেন মণিরামপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মোহাম্মদ মর্তুজা আলী, উপজেলা নির্বাচন অফিসার মো: কামরুজ্জামান এবং মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যৌথ বাহিনীর দলটি মণিরামপুর পৌরসভাসহ উপজেলার চিনাটোলা বাজার, নেংগুরাহাট, রাজগঞ্জ বাজার, খেদাপাড়া বাজার ও জালালপুর বাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন।

​আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: সম্রাট হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনের প্রাক্কালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মণিরামপুর উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সামনের দিনগুলোতেও নিয়মিতভাবে এ ধরনের যৌথ অভিযান ও টহল অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারি ব্যক্ত করেন।

​এদিকে প্রশাসনের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা। বাজারগুলোতে উপস্থিত জনসাধারণের সাথে কথা বললে তারা জানান, প্রশাসনের নিয়মিত টহল ও নজরদারি থাকলে অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস পাবে এবং তারা নির্ভয়ে বসবাস ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারবেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে এমন অভিযান সবসময় চালু রাখার দাবি জানিয়েছেন তারা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)