মণিরামপুর (যশোর) প্রতিনিধি
ছবি: ফাইল
যশোরের মণিরামপুরে সংরক্ষিত বন্যপ্রাণী তক্ষক অবৈধভাবে ধরা ও পাচারের দায়ে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় পৌরসভার নেহালপুর রোড এলাকায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন এ কোর্ট পরিচালনা করেন।
তক্ষক ধরে অবৈধভাবে পাচারের অভিযোগে দুজনকে আটক করে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তাদের কাছ থেকে ১৩ ইঞ্চি লম্ব একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তক্ষকটি বন বিভাগের তত্ত্বাবধানে অবমুক্ত করা হয়েছে।
প্রশাসন ও বন বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণ ও অবৈধ পাচার রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।