বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : মঙ্গলবার, ৯ ডিসেম্বর,২০২৫, ০৭:৩৫ পিএম
ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

❒ প্রতিকী ছবি ছবি:

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৩৬ জন গ্রাহকের ২৭ লাখ ১৪ হাজার ৭০৬ টাকা আত্মসাতের অভিযোগে কোম্পানির চেয়ারম্যানসহ চারজন কর্মকর্তার বিরুদ্ধে যশোর আদালতে মামলা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) মনিরামপুর উপজেলার গোবিন্দপুর খানপুর গ্রামের ইমান উদ্দীনের ছেলে শফি উদ্দীন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন মামলাটির আদেশের জন্য আগামী ২৪ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন।

মামলার অভিযুক্ত ব্যক্তিরা হলেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কামরুল হাসান,  প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) সামসুদ্দিন, ইস্টার্ন ইনচার্জ হামিদুর রহমান আজাদ।
মামলার অভিযোগে বাদী শফি উদ্দীন উল্লেখ করেন, অভিযুক্তদের উৎসাহে তিনিসহ ৩৬ জন গ্রাহক ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে ৬ থেকে ১০ বছর মেয়াদী বীমা করেন। বীমার মেয়াদ শেষে তাদের ৩৬ জন গ্রাহকের মোট পাওনা হয় ২৭ লাখ ১৪ হাজার ৭০৬ টাকা। পাওনা টাকা পরিশোধের জন্য শফি উদ্দীনসহ অন্য গ্রাহকেরা প্রয়োজনীয় কাগজপত্র বীমা কোম্পানির মনিরামপুর অফিসে জমা দেন। তখন তাদের জানানো হয়েছিল যে, যথা সময়ে প্রত্যেকের ব্যাংক হিসাবে টাকা পাঠিয়ে দেওয়া হবে।

কিন্তু দীর্ঘ সময় পার হলেও গ্রাহকরা কেউ পাওনা টাকা পাননি। এ ব্যাপারে অভিযুক্ত আসামিদের লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তারা সেটি গ্রহণ করে পাওনা টাকা পরিশোধ করেননি। গত ২৯ নভেম্বর আসামিরা মনিরামপুর অফিসে এলে গ্রাহকদের পক্ষে শফি উদ্দীন তাদের সঙ্গে দেখা করে পাওনা টাকা চাইলে তারা টাকা দিতে অস্বীকার করেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে গ্রাহকদের পক্ষে তিনি আদালতে এই মামলা দায়ের করেছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)