ধ্রুব রিপোর্ট
❒ গণঅধিকার পরিষদ মনোনীত যশোর-৬ (কেশবপুর) আসনের প্রার্থী জেসিনা মুর্শীদ লিখিত বক্তব্য পাঠ করছেন। ছবি: ধ্রুব নিউজ
রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে মনোনয়নপত্র জমা না নেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন প্রার্থীরা। এ সংক্রান্ত অভিযোগ তুলে মঙ্গলবার প্রেসক্লাব যশোরে জরুরি এক সংবাদ সম্মেলন করেছেন দু’জন প্রার্থী।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গণঅধিকার পরিষদ মনোনীত যশোর-৬ (কেশবপুর) আসনের প্রার্থী জেসিনা মুর্শীদ লিখিত বক্তব্য বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সশরীরে রিটার্নিং অফিসারের কক্ষে উপস্থিত আমরা উপস্থিত হই। বিকেল ৫ টার পর জানানো হয় যে অপেক্ষমাণ সকলের মনোনয়ন গ্রহণ করা হবে। কিন্তু ৫টা ৪০ মিনিটে আমাদের জানানো হয়, মনোনয়ন গ্রহণ করা হবে না।
জেসিনা মুর্শীদ দাবি করেন, আমরা দেখেছি ৫টা ৩৫ মিনিটেও রিটার্নিং অফিসার অন্য প্রার্থীর মনোনয়ন গ্রহণ করেছেন। আমাদেরটা কেন গ্রহণ করা হলো না জিজ্ঞাসা করলে তিনি শুধু বলেন, 'আপনাদেরটা গ্রহণ করা হবে না'।
প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে দরখাস্ত জমা দিতে চাইলে তিনি তা গ্রহণ না করে অফিস থেকে বেরিয়ে যান বলেও অভিযোগ করা হয়। পরে দরখাস্ত গ্রহণ করা হলেও, রিটার্নিং কর্মকর্তার এমন আচরণে প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
লিখিত বক্তব্যে প্রার্থীরা স্পষ্ট জানান, রিটার্নিং কর্মকর্তার এই পক্ষপাতমূলক আচরণে তারা মনে করছেন এই নির্বাচন সঠিক ও নিরপেক্ষ হবে না। এই রিটার্নিং কর্মকর্তার ওপর তাদের কোনো আস্থা নেই।
সংবাদ সম্মেলনে জেসিনা মুর্শীদ ছাড়াও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ যশোর জেলার সিনিয়র সহ-সভাপতি ও যশোর-৪ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী আবু মুছা, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি হুমায়ুন কবির মুরাদ এবং সম্পাদক তারেক হোসেন।

একই অভিযোগে জাতীয় সমাজতান্ত্রীক দলের (জেএসডি) যশোর-৪ আসনের প্রার্থী আবু মুসা সংবাদ সম্মেলন করেছেন।
এ সময় ছোট রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রার্থীরা এই বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন।