কেশবপুর(যশোর) প্রতিনিধি
❒ কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রেকসোনা খাতুনের কাছে মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলী ছবি: ধ্রুব নিউজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-০৬ (কেশবপুর) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলী তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রেকসোনা খাতুনের কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করেন।
তফশিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আজ সকালে কেশবপুর শহরে জামায়াত নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অধ্যাপক মোক্তার আলী সহকারী রিটার্নিং অফিসারের কাছে তাঁর আবেদনপত্র বুঝিয়ে দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, ‘কেশবপুরের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ এবং ইনসাফপূর্ণ একটি সমাজ গঠনের লক্ষে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আশা করি, সুষ্ঠু ভোট হলে জনগণ সততার পক্ষে রায় দেবে।’
রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, জামায়াত নেতৃত্বাধীন ‘বৃহত্তর মহাজোট’ থেকে অধ্যাপক মোক্তার আলীকে এই আসনে ‘উইনেবল ক্যান্ডিডেট’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কেশবপুরে দীর্ঘদিনের পরিচিত মুখ অধ্যাপক মোক্তার আলী। স্থানীয় জামায়াত নেতাদের দাবি, গত কয়েক বছরে কেশবপুরের মানুষের বিপদে-আপদে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। মনোনয়নপত্র জমাদানকালে তাঁর সাথে উপজেলা জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।