ধ্রুব রিপোর্ট
ছবি: সংগৃহীত
শীতের ছোবল থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়েছিলেন একজন বৃদ্ধা। চেয়েছিলেন কিছুটা উষ্ণতার স্পর্শ পেতে। কিন্তু অসাবধানতাবশত শাড়িতে আগুন লেগে দগ্ধ হন তিনি। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি ) বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলার দোস্তপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
পারিবারিকসূত্র জানায়, অগ্নি-দগ্ধ আকলিমা বেগম (৭০) নিজ বাড়িতে উঠানের উপর আগুন পোহানোর সময় দুর্ঘটনাবশত নিজ কাপড়ে আগুন ধরে যায়। ফলে দগ্ধ হয়ে আকলিমার শরীরের অর্ধেকের বেশি অংশে পুড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল নিয়ে আসেন। বর্তমানে আকলিমা হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
বৃদ্ধার নাতী রাকিব হোসেন জানান, আজ বিকেলে আগুন পোহাতে গিয়ে শরীরে আগুন ধরে যায়। গলা থেকে হাঁটু পর্যন্ত পুড়ে গেছে। ডাক্তার বলছেন তার শারীরিক অবস্থা এখনো শঙ্কা মুক্ত নয়। উল্লেখ্য পৌষ মাসের শুরু থেকে যশোর অঞ্চলে হাড় কাঁপানো শীতে জনজীবন নাকাল।