সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ধর্ষণ মামলায় আটক ইকরামুল কারাগারে

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : মঙ্গলবার, ২৫ নভেম্বর,২০২৫, ০৮:৪১ পিএম
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর,২০২৫, ০৮:০২ পিএম
ধর্ষণ মামলায় আটক ইকরামুল কারাগারে

ধর্ষণ মামলায় ইকরামুল কবীর নামে এক যুবককে আটক করেছে ঢাকা র‌্যাব। সোমবার রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে র‌্যাব-১ এর একটি দল তাকে আটক করে। এরপর তাকে র‌্যাব যশোরকে হস্তান্তর করা হলে তারা ইকরামুলকে কোতোয়ালি পুলিশের কাছে সোপর্দ করেন। 

আটক ইকরামুল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মারজুল ইসলামের ছেলে। মঙ্গলবার আটক ইকরামুলকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

মামলার অভিযোগে জানাগেছে, ফেসবুকের মাধ্যমে ইকরামুল কবীরের সাথে ওই নারীর পরিচয় হয়। সুচতুর ইকরামুল তার মাকে ‘ধর্ম মা’ বলে ডেকে তাদের বাড়িতে যাতায়াত শুরু করে। এক পর্যায়ে ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি রাতে আসামি ইকরামুল ওই নারীর পিতার বাড়ি গিয়ে তাকে ধর্ষণ করে গোপনে ভিডিও করে রাখে। 

বিষয়টি জানাজানি হলে সে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। একই কৌশলে ভয়ভীতি দেখিয়ে ইকরামুল ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি ও ১৬ সেপ্টেম্বর ওই নারীকে আবারও ধর্ষণ করে। এতে ওই নারী অন্তসত্তা হয়ে যায়। ইকরামুল বিষয়টি বুঝতে পেরে ২৯ সেপ্টেম্বর তাকে ফুসলিয়ে নিয়ে গর্ভপাত করায়। পরবর্তীতে আরও অনেকবার ওই নারীকে ধর্ষণ করে। প্রতারক ইকরামুল গোপনে করে রাখা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে গত ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বিকাশের মাধ্যমে ৪৭ হাজার টাকা হাতিয়ে নেয়। 

এ ঘটনায় ওই নারী গত ৩১ জুলাই যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন।  আদালতের নির্দেশে বিষয়টি  কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়।  মামলার অভিযোগের ভিক্তিতে র‌্যাব তাকে আটক করে কোতয়ালি পুলিশের কাছে সোপর্দ করেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)