সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হয় দণ্ডিত হাসিনাকে ফেরৎ দেন, নাহলে আ’লীগকে ভারতে নিয়ে যান

ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশ : সোমবার, ১৭ নভেম্বর,২০২৫, ০৭:২৯ পিএম
হয় দণ্ডিত হাসিনাকে ফেরৎ দেন, নাহলে আ’লীগকে ভারতে নিয়ে যান

মনবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের প্রতিক্রিয়া জানিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘এই রায় ঘোষণার পর যদি মোদি সরকার মনে করে বাংলাদেশের জনগণের সাথে ভারত সম্পর্ক রাখবে না, শুধু হাসিনা ও তার দলের সাথে সুসম্পর্ক রাখবে সেক্ষেত্রে ভারত সরকারকে বলবো আপনারা আওয়ামী লীগকে পুরোপুরি ভারতে নিয়ে যান এবং এই আ’লীগ ভারতে গিয়ে রাজনীতি করুক।’

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

রাশেদ খান আরো বলেন, ‘এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যত বড়ই নেতা হোক আইনের ঊর্ধ্বে কেউ নন, অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। এখন ভারতকে দণ্ডিত শেখ হাসিনাকে অতিদ্রুত ফেরৎ দিতে হবে। কারণ বাংলাদেশর আইন ও সংবিধান মেনে শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেয়া হয়েছে।’

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)