ধ্রুব রিপোর্ট
যশোর সদর উপজেলার কুয়াদা ও সুতিঘাটার মাঝামাঝি স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল ১২ জানুয়ারি (সোমবার) রাত ১০টার দিকে ট্রাকের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা ও বিভিন্ন প্রান্ত থেকে আসা তিন যাত্রী একটি প্রাইভেটকার যোগে যশোর থেকে খুলনার অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে কুয়াদা ও সুতিঘাটার মধ্যবর্তী স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের গাড়িটিকে সরাসরি আঘাত করে। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা তিনজন গুরুতর আহত হন।
আহতরা হলেন মাদারীপুরের আব্দুল জলিল (৪৫), ঢাকা চকবাজারের জাকির হোসেন (২৭) এবং সুনামগঞ্জের রমজান আলী (১৮)।
স্থানীয়দের খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন। তাদেরকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।