ধ্রুব নিউজ ডেস্ক
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুঠোফোন ব্যবসায়ীরা।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ব্যবসায়ীরা সড়ক অবরোধ শুরু করেন। এ সময় তারা সড়কের ওপর কাঠ ও বাঁশের টুকরো জড়ো করে আগুন ধরিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
অবরোধের কারণে সার্ক ফোয়ারা মোড়সহ কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে ওই সড়কগুলোতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
এ বিষয়ে পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী জানান, মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধের কারণে সার্ক ফোয়ারা মোড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। অফিস শেষে ঘরমুখো মানুষজন সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।