সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মির্জা ফখরুল বাউলদের পক্ষে কথা বলায় ওলামা দল নেতার পদত্যাগ

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৮ নভেম্বর,২০২৫, ০৯:২৪ পিএম
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর,২০২৫, ০৯:৫০ পিএম
মির্জা ফখরুল বাউলদের পক্ষে কথা বলায় ওলামা দল নেতার পদত্যাগ

❒ মুফতি মুস্তাফিজুর রহমান ছবি: ধ্রুব ডেস্ক

গ্রেপ্তারকৃত বাউলশিল্পী আবুল সরকারের আল্লাহদ্রোহী বক্তব্যকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরোক্ষভাবে সমর্থন করেছেন। এমন অভিযোগ তুলে জাতীয়তাবাদী ওলামা দল থেকে পদত্যাগ করেছেন মুফতী মুস্তাফিজুর রহমান। তিনি দলের ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান।

বৃহস্পতিবার তার ফেসবুক আইডিতে দেয়া এক বিবৃতিতে তিনি পদত্যাগের এই ঘোষণা দেন। বিবৃতির একটি পিডিএফ কপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর পাঠিয়ে দিয়েছেন বলেও তার আইডিতে উল্লেখ করা হয়েছে। 

মুফতি মুস্তাফিজুর বলেন,‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল্লাহকে কটূক্তিকারী ভণ্ড বাউলের পক্ষ নেওয়ায় আমি ওলামা দল থেকে পদত্যাগ করলাম।’

বিবৃতিতে তিনি লিখেছেন, সম্প্রতি ভণ্ড বাউল আবুল সরকার কর্তৃক মহান আল্লাহ তাআলা সম্পর্কে চরম অবমাননাকর বক্তব্য দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু দুঃখজনকভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল্লাহকে নিয়ে কটূক্তির নিন্দা ও প্রতিবাদ না জানিয়ে ওই ব্যক্তির পক্ষে অযৌক্তিক সাফাই গেয়ে আল্লাহর বান্দাদেরকে হতাশ ও ব্যথিত করেছেন।

ডানপন্থী জাতীয়তাবাদী আদর্শের একটি দলের মহাসচিবের এমন অবস্থান মোটেও কাম্য নয়, বরং তা দলের ধর্মীয় ও আদর্শিক ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।

এই অবস্থানের প্রতিবাদ স্বরূপ আমি মুফতি মুস্তাফিজুর রহমান, ফরিদপুর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।

আমি স্পষ্টভাবে বলতে চাই, মহান আল্লাহকে নিয়ে কটূক্তিকারী ব্যক্তির পক্ষ নিয়ে ইসলাম প্রিয় জনগণের অনুভূতিকে ‘ধর্মান্ধতা’ হিসেবে তুলে ধরা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা ধর্মান্ধ না আমরা ধর্মভীরু। আমি মনে করি, মির্জা ফখরুল সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এ বাংলাদেশে ধর্ম ভীরুদের ধর্মান্ধ-উগ্র বলে উসকানি দিয়ে চরম দুঃসাহস দেখিয়েছেন। এতে স্পষ্টত তিনি খোদাদ্রোহী হিসেবে চিহ্নিত হয়েছেন।

মির্জা ফখরুলের এমন অবিবেচনা প্রসূত পক্ষপাতিত্ব সরাসরি আল্লাহর প্রতি অবমাননাকে সমর্থন করে এবং এ ধরনের অবস্থান বিএনপির জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

উল্লেখ্য,কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা এবং সদস্যসচিব মাওলানা আবুল হোসেন গত বছরের জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। ওই কমিটির যুগ্ম আহ্বায়ক পদে মুফতি মুস্তাফিজুর রহমান ছিলেন।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)