ধ্রুব নিউজ ডেস্ক
রাজধানীর মিরপুর এলাকায় বেড়িবাঁধে সড়কের পাশে রাখা একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় স্থানীয়দের ধাওয়ায় তুরাগ নদে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টায় তুরাগ নদে এ ঘটনা ঘটে। এ সময় রুদ্র মুহাম্মদ (২০) নামে আরেক যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাকে ডিএমপির শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। খবর বাংলা নিউজের।
এর আগে রাত ১০টা ২২ মিনিটে বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে ‘পার্ক করে’ রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তখন স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া দিলে একজন পাশের তুরাগ নদে লাফ দেয়। পরে নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান।
তিনি বলেন, বেড়িবাঁধে একটি কিরণমালা নামের একটি বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুইজনকে ধাওয়া দেয়। তারা একজনকে হাতে-নাতে ধরে ফেলে। আরেকজন বাঁচতে তুরাগে লাফ দেয়। ধারণা করা হচ্ছে, ওই যুবক সাঁতার না পারায় ডুবে মারা যায়।
এদিকে আগুন দেওয়া বাসটি পুড়ে গেছে জানিয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, রাত ১০টা ২২ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিভিয়েছেন।