চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের প্রবীণ ও জনপ্রিয় পল্লী চিকিৎসক মো. আকবর আলী (৯০) আর নেই। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ছয় ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুম আকবর আলী সিংহঝুলি গ্রামের মৃত হানিফ মোল্লার ছেলে।
দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি চিকিৎসা পেশার মাধ্যমে সাধারণ মানুষের সেবা দিয়ে আসছিলেন। ‘আকবর ডাক্তার’ নামে পরিচিত এই মানুষটি সুনামের সাথে ঘরে ঘরে গিয়ে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছরেরও বেশি। তার ছেলেদের মধ্যে জহুরুল ইসলাম চৌগাছা বাজারের জামান মেডিকেল হলে চিকিৎসক হিসেবে কর্মরত এবং ছোট ছেলে রাসেল ‘তপু মোবাইল’ দোকানের স্বত্বাধিকারী।
মঙ্গলবার দুপুর ২টায় সিংহঝুলি আলিম মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েক শত মানুষ অংশগ্রহণ করেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।