চৌগাছা (যশোর) প্রতিনিধি
❒ নাতনিসহ বসে আছেন মো. হাসান। এখন এটা কেবলি স্মৃতি। ছবি: সংগৃহীত
যশোরের চৌগাছা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও 'হাসান মাইক'-এর স্বত্বাধিকারী মো. হাসান (৫৫) আর নেই। আজ সোমবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি চৌগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাকপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত হাতেম আলীর পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মো. হাসান দীর্ঘদিন ধরে চৌগাছা বাজারে মাইক ব্যবসার সাথে জড়িত ছিলেন। সততা ও অমায়িক ব্যবহারের জন্য বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত সুপরিচিত ও জনপ্রিয় মুখ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে চৌগাছা বাজারের ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিশিষ্ট ব্যবসায়ী মো. হাসানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চৌগাছা পৌর সভার সাবেক মেয়র ও চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম রেজা আউলিয়ার।
এক শোকবার্তায় তিনি বলেন, "হাসান ভাই একজন অত্যন্ত ভালো মানুষ ও দক্ষ ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে চৌগাছা ব্যবসায়ী সমাজ একজন নিবেদিতপ্রাণ সদস্যকে হারালো। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।"
মরহুমের জানাজার সময় ও স্থান পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে জানা গেছে।