ধ্রুব ডেস্ক
❒ সংগৃহীত ছবি:
গ্রেপ্তার হওয়ার পর থানা হেফাজতে থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে দাপট দেখিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলা শাখা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। হাতকড়া পরা অবস্থায় ফেসবুক স্ট্যাটাস দেওয়া এবং ডিউটিরত ঘুমন্ত পুলিশ সদস্যের সাথে সেলফি তুলে তা পোস্ট করার ঘটনায় জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. শোয়াইব-উল ইসলাম মহিম (২১) পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১টার দিকে পটিয়া পৌর সদরের কাগজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজয় দিবস উপলক্ষে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিতে অংশগ্রহণের অভিযোগে তাকে আটক করা হয়েছিল।
গ্রেপ্তার হলেও মহিমের ফেসবুক অ্যাকাউন্ট ছিল সরব। থানা হেফাজতে থাকা অবস্থায় তিনি একাধিক পোস্ট দেন। এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন। আমি পটিয়া থানায়। দেখা হবে আবারো, ফিরবো বীরের বেশে কোনো একদিন। জয় বাংলা।’ এরপর আরও একটি পোস্টে হাতকড়া পরা ছবি দিয়ে লেখেন, ‘এইদিন দিন নয়, দিন আরও আছে।’ সবচেয়ে বেশি বিতর্কের সৃষ্টি করেছে তার একটি সেলফি, যেখানে দেখা যাচ্ছে পেছনে একজন পুলিশ সদস্য গভীর ঘুমে আচ্ছন্ন। সেই ছবির ক্যাপশনে মহিম লেখেন, ‘ঘুম ভালোবাসিরেএএএ...জীবন যেমনই হোক বিনোদন মিস করা যাবে না।’ এমনকি পুলিশের পাহারায় থাকা অবস্থায় ভিডিও কলে বন্ধুদের সাথে কথা বলার স্ক্রিনশটও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। গ্রেপ্তার হওয়ার সময় আসামি অত্যন্ত কৌশলে তার মোবাইল ফোনটি অন্তর্বাসের নিচে লুকিয়ে রেখেছিল। পরে বিষয়টি বুঝতে পেরে তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।’
তবে পুলিশের কক্ষের ভেতরে একজন আসামির এমন অনায়াস চলাফেরা এবং ডিউটিরত পুলিশ সদস্যের ঘুমিয়ে থাকার বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।