ধ্রুব ডেস্ক
❒ আগুনে পুড়ে ভষ্ম বিএনপি নেতার বাড়ি ছবি:
লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার বসতঘরে বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দগ্ধ হয়ে আয়েশা বেগম (৭) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা ও তার আরও দুই মেয়ে শরীরের অধিকাংশ পুড়ে যাওয়া অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় এই নারকীয় ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। শুক্রবার রাতে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে দেয় এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ভেতর থেকে বের হতে না পেরে দগ্ধ হয়ে মারা যায় শিশু আয়েশা।
স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় বেলাল হোসেন ও তার দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু বিথি ও স্মৃতির শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হোসেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "বেলাল হোসেন দলের সক্রিয় নেতা হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসা থেকে রাতের আঁধারে সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। আমরা দ্রুত এই খুনিদের গ্রেফতার ও বিচার দাবি করছি।"
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিৎ কুমার দাস জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন এবং আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি পরিকল্পিত নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।