বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
❒ দুর্ঘটনা কবলিত দুটি ভ্যান ছবি: ধ্রুব নিউজ
যশোরের বাঘারপাড়ায় তীব্র কুয়াশায় দুর্ঘটনার কবলে পড়েছে দুই ভ্যান। এতে এক বৃদ্ধ ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সকালে উপজেলার আল-হেলাল ট্রাস্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত ওই ভ্যানচালক উপজেলার রামকান্তপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর থেকেই বাঘারপাড়া উপজেলাজুড়ে ছিল তীব্র কুয়াশা। দৃষ্টিসীমা এতটাই কম ছিল যে, কয়েক হাত দূরের বস্তুও দেখা যাচ্ছিল না। এর মধ্যেই জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বের হন ওই বৃদ্ধ। তিনি আল-হেলাল ট্রাস্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিছেলি (গরুর খড়) বোঝাই অন্য একটি ভ্যানের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি রক্তাক্ত জখম হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াশার কারণে সামনের দৃশ্য স্পষ্ট না থাকায় চালকরা একে অপরকে দেখতে পাননি, যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।