ধ্রুব ডেস্ক
❒ সংগৃহীত ছবি:
সুন্দরবনের গহীন অরণ্যে হরিণ শিকারিদের পাতা ফাঁদে এবার আটকা পড়েছে বনের রাজা রয়েল বেঙ্গল টাইগার। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের মোংলার বৈদ্ধমারী সংলগ্ন সুন্দরবনের শরকির খাল এলাকার বনে এই ঘটনা ঘটে। আটকে পড়া বাঘটিকে উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে রবিবার (৪ জানুয়ারি) সকাল থেকে অভিযান শুরু করেছে বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ের সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে বাঘটি আটকা পড়ে।
শনিবার দুপুরের পর বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ঘটনাস্থলে পাঠানো
তিনি আরো জানান, বাঘটি শরকির খাল পাড় থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরের হরিণ শিকারিদের ফাঁদে আটকা পড়েছে। যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে বন বিভাগের পক্ষ থেকে ওই এলাকা ঘিরে রাখা হয়েছে এবং সাধারণ মানুষকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না।
এ ছাড়া ফাঁদে পড়া বাঘটিকে উদ্ধার করে খাঁচায় বন্দি করা হবে। এরপর চিকিৎসার জন্য খুলনা বা ঢাকার বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বাঘটি উদ্ধারে ঢাকা থেকে বন বিভাগের একজন ভেটেরিনারি সার্জন আনা হয়েছে।
রবিবার দুপুরে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। প্রয়োজনে বাঘটিকে অচেতন করতে ট্র্যাংকুলাইজার গান ব্যবহার করা হবে।