❒ নওয়াপাড়ায় টেপ টেনিস ক্রিকেট
ধ্রুব ডেস্ক
❒ অভয়নগর উপজেলার নওয়াপাড়ার বুইকারা সিরাজকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আকর্ষণীয় টেপ টেনিস ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার বুইকারা সিরাজকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আকর্ষণীয় টেপ টেনিস ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় মাদার ড্রীম স্পোর্টিং ক্লাব বনাম সানরাইজ স্পোর্টিং ক্লাব।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মাদার ড্রীম স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৮ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ৮০ রান সংগ্রহ করে। দলের ব্যাটসম্যানরা শুরুতে ভালো জুটি গড়লেও মাঝের ওভারগুলোতে সানরাইজ স্পোর্টিং ক্লাবের বোলাররা নিয়মিত উইকেট তুলে নিয়ে রানের গতি কিছুটা নিয়ন্ত্রণে রাখে।
৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সানরাইজ স্পোর্টিং ক্লাব নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৯ রান করতে সক্ষম হয়। মাদার ড্রীমের নিয়ন্ত্রিত বোলিং ও চমৎকার ফিল্ডিংয়ের সামনে সানরাইজের ব্যাটসম্যানরা কাঙ্ক্ষিত রান তুলতে হিমশিম খান।
ফলে ২১ রানের (৮০ বনাম ৫৯ হিসেবে ২১ রান হয়) ব্যবধানে সানরাইজ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে মাদার ড্রীম স্পোর্টিং ক্লাব। স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে খেলাটি বেশ আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।