❒ ৮৫ হাজার ১৫৮ জন আবেদনকারীর মধ্যে ফল পরিবর্তন হয়েছে ২১৭ জনের
ধ্রুব নিউজ
ফেল থেকে পাশ ৫৪ জন এবং নতুনে করে জিপিএ–৫ পেয়েছে ৭২ পরীক্ষার্থী
যশোর শিক্ষা বোর্ডের এইচএসসি খাতা পুনঃনিরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশ করা হয়েছে। এতে মোট ২১৭ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন করা হয়েছে। তবে আবেদন জমা পড়েছিল ৮৫ হাজার ১৫৮ জন। ঘোষিত ফলাফলে দেখা যায়, ফেল করা থেকে পাস করেছে ৫৪ জন এবং বিভিন্ন গ্রেড থেকে জিপিএ–৫ পেয়েছে ৭২ পরীক্ষার্থী।
বোর্ড সূত্র জানায়, গত ১৬ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সে সময় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় পরীক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে। আবেদনকারীদের খাতা নিরীক্ষকদের মাধ্যমে পুনঃনিরীক্ষা করে ফলাফল সংশোধন করা হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী অনুযায়ী এ গ্রেড থেকে জিপিএ–৫ পেয়েছে ৬৭ জন, এ–মাইনাস থেকে জিপিএ–৫ পেয়েছে ৩ জন, বি গ্রেড থেকে এ প্লাস পেয়েছে ১ জন, এফ গ্রেড থেকে জিপিএ–৫ পেয়েছে ১ জন। এ ছাড়া— এ–মাইনাস গ্রেড থেকে এ গ্রেড পেয়েছে ৪৬ জন, বি গ্রেড থেকে এ গ্রেড পেয়েছে ৩ জন, সি গ্রেড থেকে এ গ্রেড পেয়েছে ২ জন, বি থেকে এ–মাইনাস গ্রেডে উত্তীর্ণ হয়েছে ২২ জন, ফেল থেকে বি গ্রেডে পাস করেছে ২৪ জন, ফেল থেকে ডি গ্রেডে পাস করেছে ২১ জন, মোট ২১৭ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, আবেদনকারী শিক্ষার্থীদের খাতা যথাযথ গুরুত্ব দিয়ে পুনঃনিরীক্ষা করা হয়েছে। ‘আমরা সবসময় চাই, যার যতটুকু প্রাপ্য, তা যেন তিনি পান। আশা করি, ভবিষ্যতে শিক্ষার্থীদের ফলাফল আরও ভালো হবে,’ বলেন তিনি।