সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ঘরের মাঠে ২৫ বছর পর

প্রোটিয়াদের কাছে ভারত হোয়াইটওয়াশ

ধ্রুব স্পোর্টস ধ্রুব স্পোর্টস
প্রকাশ : বুধবার, ২৬ নভেম্বর,২০২৫, ০৮:৩৯ পিএম
প্রোটিয়াদের কাছে ভারত হোয়াইটওয়াশ

ভারতের বিপক্ষে ঐতিহাসিক এক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে টেম্বা বাভুমার দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের ২-০ ব্যবধানে হারিয়ে ২৫ বছর পর ভারতের মাটিতে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বাদ পেলো তারা।

গুয়াহাটির বারসাপারা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেই। প্রথম ইনিংসে ৪৮৯ রানের বিশাল লক্ষ্য অর্জন করতে সক্ষম হয় তারা। জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে তেমন একটা সুবিধা করতে পারে নি।

ব্যাটিং ব্যার্থতায় মাত্র ২০১ রানেই গুটিয়ে যায় তারা। ২৮৮ রানের বড় লিড নিয়ে ২য় ইনিংস শুরু করে প্রোটিয়ারা। স্টাবসের সর্বোচ্চ ৯৪ রানের নান্দনিক ইনিংসের ওপর ভর করে ২৬০ রানেই ইনিংস ঘোষণা করে । আর ভারতের সামনে গিয়ে দাঁড়ায় ৫৪৯ রানের এক অসম্ভব লক্ষ্য।
৫৪৯ রানের পাহাড় তাড়া করতে নেমে চতুর্থ দিনের বাকি সময়েই মাত্র ২১ রানেই ২ উইকেট খুইয়ে বসে স্বাগতিকরা। ৫ম দিনের শুরুটাও সুখকর হয়নি তাদের জন্য। মাত্র ১৪১ রানে অলআউট হয়ে,৪০৮ রানে হারের লজ্জার এক রেকর্ডের স্বাদ গ্রহণ করে স্বাগতিকেরা। উইকেট আসা যাওয়ার এই মিছিলে, ভারতের পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। আর আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন সিমন হার্মা

এএ/একেএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)