ধ্রুব নিউজ
ছুরিকাঘাতে পুলিশকে জখম করে আসামি ছিনতাইয়ের ঘটনায় দুই জনের বিরুদ্ধে যশোরের শার্শা থানায় মামলা হয়েছে। গতকাল থানার এএসআই ফারুক হোসাইন বাদী হয়ে এ মামলা করেছেন। মামলার আসামিরা হলো, দক্ষিন বুরুজবাগান গ্রামের রফিক মিয়া ওরফে রফির ছেলে রুবেল মিয়া ও আলাউদ্দিনের ছেলে রুহুল আমিন।
মামলার অভিযোগে জানাগেছে, শনিবার সন্ধায় এসআই ফারুক হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে বুরুজবাগান গ্রামের জনৈক সেলিমের বাড়ির পিছনে অভিযান চালান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া সময় ধাওয়া করে কনস্টেবল আবুল হাসান আসামি রুবেল মিয়াকে ধরে ফেলেন। আসামি রুবেল মিয়াকে হাতকড়া পরানোর সময় কনস্টেবল আবুল হাসানের হাতে কামড় দেয় এবং পকেটে থাকা ছুরি বের করে তার কানে ও মুখে আঘাত করে। এরমধ্যে অপর আসামি রুহুল আমিন এসে কনস্টেবল আবুল হাসানকে মারপিট করে আসামি রুবেল মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়।
পলাতক রুবেল মিয়ার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের ৪ টি মামলা বিচারধীন আছে।