সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফেন্সিডিল মামলায় মাদক ব্যবসায়ী হাফিজুরের ১০ বছর সশ্রম কারাদণ্ড

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১১ নভেম্বর,২০২৫, ০৩:৫০ পিএম
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর,২০২৫, ০৫:২৮ পিএম
ফেন্সিডিল মামলায় মাদক ব্যবসায়ী হাফিজুরের ১০ বছর সশ্রম কারাদণ্ড

❒ ফেনসিডিল ব্যবসায়ী ১০ বছর সাজাপ্রাপ্ত বেনাপোলের হাফিজুর, ফাইল ছবি ছবি: ধ্রুব নিউজ

ফেনসিডিল মামলায় বেনাপোল পোর্টের মাদক ব্যবসায়ী হাফিজুর রহমানকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত।  মঙ্গলবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ  (জেলা ও দায়রা জজ) এস এম নুরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন।  সাজাপ্রাপ্ত হাফিজুর রহমান বেনাপোলের পুটখালী গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকীর  ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি আনিসুর রহমান পলাশ। 

মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ৪ নভেম্বর সকালে পুটখালী গ্রামের  তালতলা এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় হাফিজুর রহমান ও তামিম হোসেন মোবারক নামে এক কিশোরকে আটক করে। হাফিজুর রহমানের কাছে থাকা বস্তা তল্লাশি করে ৯০ বোতল ফেনসিডিল ও তামিম এর কাছের বস্তায় ৫৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় বিজিবির নায়েক সুবেদার জাকির হোসেন বাদী হয়ে আটক দুই জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।  মামলা তদন্ত শেষে হাফিজুর রহমানকে অভিযুক্ত করে চার্জশিট ও তামিমের বিরুদ্ধে শিশু আইনে দোষীপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ। 

দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি হাফিজুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত হাফিজুর রহমান কারাগারে আটক আছে। 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)