সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়বো ইনশাআল্লাহ : ডা. শফিকুর রহমান

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৮ নভেম্বর,২০২৫, ০৪:০১ পিএম
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর,২০২৫, ০৫:২২ পিএম
সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়বো ইনশাআল্লাহ : ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে নির্বাচিত হলে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাসানটেক এলাকায় ঢাকা ১৭ আসন আয়োজিত এক যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথি আয়োজিত গণসমাবেশে যোগ দিয়ে এই আশ্বাস দেন তিনি।

জনসেবা যাদের পেশা এবং নেশা, তাদের হাতেই ৩০০ আসনে জামায়াতের পতাকা তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির আমির। তিনি বলেন, ‘জামায়াতের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালায়নি।

আমরা নির্যাতিত হয়েছি, জেলবরণ করেছি, জীবন দিয়েছি। কিন্তু আমরা দেশ ছেড়ে পালাইনি।’

জামায়াত আমির বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে, যাদের বক্তব্যে আস্থা রাখে, তাদের বাছাই করে নেবে। আমরা তাদের অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি।

যদি আমাদের দলকে জনগণ বেছে নেয়, আমরা সব রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাব। আপনারাও আমাদেরকে সমর্থন দেবেন, অভিনন্দন জানাবেন এবং আপনাদের সঙ্গে নিয়েই আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ।’

তিনি বলেন, “কেউ কেউ ইতিমধ্যে বলেছেন, তারা ফ্যাসিবাদবিরোধী সব দলকে সঙ্গে নিয়ে... যদি তারা নির্বাচিত হন... তাহলে সরকার গড়বেন ‘ইল্লাল্লা জামাতে ইসলামী’ (জামায়াতে ইসলামী ছাড়া)। আমরা তাদের বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদের নির্বাচিত করে ইনশাআল্লাহ, আমরা আপনাদেরও বাদ দেবো না।

সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে, তারা জাতির দুশমন।”

দেশ চালানোর অভিজ্ঞতা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘অনেকে বলে ক্ষমতায় গিয়ে কিভাবে দেশ চালাব, আমাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই। হ্যাঁ আমাদের অভিজ্ঞতা নেই, আমাদের জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা নেই, চাঁদাবাজির অভিজ্ঞতা নেই, গণরুম করে টর্চার সেল গঠনের অভিজ্ঞতা নেই, দুর্নীতির অভিজ্ঞতা নেই।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)