ধ্রুব নিউজ
❒ প্রতীকী ছবি: সংগৃহীত
বাপের বাড়ি থেকে আর নিজের বাড়ি ফেরা হলো না গৃহবধূ নার্গিস বেগমের । রোববার (২৩ নভেম্বর) বিকেলে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তার। বিকেলে যশোর মনিরামপুর রোডের সুন্দলপুর ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।
যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন এদিন বিকেলে স্ত্রী নার্গিসকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় গতিতে থাকা মোটরসাইকেলে অকস্মাৎ ব্রেক চাপলে ছিটকে পড়েন নার্গিস বেগম (৪০)। রাস্তার পাশে পড়ে ইটে তার মাথায় মারাত্মক জখম হয় বলে তার স্বামী জানান। তাকে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতিতে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্ বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে পথেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের দুটি সন্তান রয়েছে। পুত্র মেহেদী হাসান (২২) ও কন্যা সাবিহা আক্তার (২০)।