ধ্রুব সংবাদদাতা
যশোরের মনিরামপুরে সোমবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাক চালক ও তার সহযোগী নিহত হন। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। নিহতরা হলেন সাতড়্গীরা জেলার কলারোয়া উপজেলার খলশি গ্রামের আইয়ুব খন্দকারের ছেলে ট্রাক চালক রাজু আহমেদ ও সোনাবাড়িয়া গ্রামের মিন্টু হোসেনের ছেলে হেলপার এরফান হোসেন। এ নিয়ে এক সপ্তাহে মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন পাঁচজন।
প্রত্যড়্গদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে মাছের খাদ্য বোঝাই ট্রাকটি(ঢাকা মেট্রো ট-১২- ৪৩৩৯) রোববার রাতে সাতড়্গীরার উদ্দেশ্যে ছেড়ে আসে। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মনিরামপুর ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের ক্যাবিন দুড়ড়ে মুচড়ে যায়। ক্যাবিনের মধ্যেই চালক ও তার সহকারীর মৃত্যু হয়। পেছন থেকে ধাক্কা দেওয়ার পর সামনের ট্রাকটি একটি বৈদু্যুতিক লাইনের খুঁটি ভেঙে সামনের দোকানের ভেতর ঢুকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুৃলিশ গিয়ে দুমড়ে মুচড়ে পড়া ক্যাবিন কেটে চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করে।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানান, ধারণা করা হচ্ছে চলšত্ম অবস্থায় চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।