ধ্রুব নিউজ
❒ ডাকসু'র ভিপি সাদিক কায়েম ছবি: ফাইল ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এর (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম ২১ নভেম্বর শুক্রবার যশোরের ঝিকরগাছায় আসছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার উদ্যোগে আয়োজিত ছাত্র-ছাত্রী ও যুব সমাবেশে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন তিনি।
এ দিন দুপুর ২ টায় ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন যশোর-২ (ঝিকরগাছা- চৌগাছা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি থাকবেন ডাকসুর ক্রীড়া সম্পাদক ঝিকরগাছার কৃতি সন্তান আরমান হোসেন। সমাবেশে ঝিকরগাছা-চৌগাছাসহ পার্শ্ববর্তী উপজেলা থেকে লক্ষাধিক ছাত্র-ছাত্রী, যুবক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেবেন।
সমাবেশে জেলা ও স্থানীয় জামায়াত, যুব বিভাগ এবং ছাত্রশিবির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।