ধ্রুব নিউজ ডেস্ক
যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ৩ জনকে পাকড়াও করেছে। তাদের কাছ থেকে ইয়াবা , রেকটিফাইড স্পিরিট ও গাঁজাস উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুইজনকে ভ্রাম্যমাণ আাদালত সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে।
জানাগেছে, মঙ্গলবার সকাল ৯ টার দিকে ঝিকরগাছার বারবাকপুর গ্রামের হযরত আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক ও ঘর তল্লাশি করে ১২ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত হারেজ আলী গাইনের ছেলে।
১১ টার দিকে একই গ্রামের মাদক ব্যবসায়ী শেখ সোহাগ হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সংবাদ পেয়ে সোহাগ পালিয়ে যায়। এ সময় তার ঘর তল্লাশি করে ১ হাজার ৫শ’৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোহাগ ওই গ্রামের মৃত শেখ আব্দুল ওয়াদুদের ছেলে। আলাদা আলাদা ঘটনায় ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অপরদিকে, দুপুরে যশোর সদরের মাহিদিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদকসেবী নুরুল মোল্লার ছেলে টিপুকে আটক করা হয়। এ সময় তার কাছে ১শ’গ্রাম গাঁজা পাওয়া যায়। এই অপরাধে আটক টিপুকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক রেজওয়ান সরদার তাকে ১৫ দিনের কারাদণ্ড ও শ’ টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
একই অভিযোগে আটক করা হয় মাহিদিয়া উত্তরপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে হাবিবুর রহমানকে। তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক আসিফ উদ্দিন ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩’শ টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন এসব তথ্য জানিয়েছেন।