ধ্রুব নিউজ ডেস্ক
❒ ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত হাসান ছবি: ধ্রুব নিউজ
যশোরে সড়ক দুর্ঘটনায় হাসান নামে এক ব্যক্তি নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮ টায় জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী মঠবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত হাসান (২১) শার্শা উপজেলার বাগাআছড়া বাঘুড়ি গ্ৰামের কবির হোসেনের ছেলে। হাসান তার স্ত্রী প্রিয়াংকা সহ নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যশোর শহর থেকে মোটরসাইকেলে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে মেরে দিলে গুরুতর আহত হন। পথচারীরা ঘটনার স্থল থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসানকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী প্রিয়াংকাক আশংকা মুক্ত।