ধ্রুব নিউজ ডেস্ক
❒ বিকে ফ্যাশনের মালামাল লুটের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক দু'জন ছবি: ধ্রুব নিউজ
কনটেন্ট ক্রিয়েটর বিকে ফ্যাশন (বিকে লিটন) এর খোয়া যাওয়া মালামাল আজ সকালে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকে লিটনের ব্যবসা প্রতিষ্ঠান বিকে ফ্যাশনের ৫ লাখ টাকার মালামাল বুধবার বিকেলে খোয়া গিয়েছিল।
বিকে ফ্যাশনের স্বত্বাধিকারী লিটন জানিয়েছেন, ঘটনার দিন পালবাড়ি মোড়ে তার কর্মচারী শিমুল এজেআর কুরিয়ার সার্ভিস থেকে বস্তায় ভর্তি পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে রিক্সায় করে দোকানে যাচ্ছিলেন। এ সময় তাকে আঘাত করে সঙ্ঘবদ্ধ দুর্বৃত্তরা মালামাল নিয়ে ওই রিক্সায় করে পালিয়ে যায়। ঘটনার সময় যশোর কোতোয়ালি থানা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে রাত নয়টার পর ঝিকরগাছার নওয়াপাড়া মাঠপাড়া এলাকা থেকে রাজশাহীর আপন চন্দ্র নামে একজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে খোয়া যাওয়া মালামাল উদ্ধার করা হয়। এ সময় কার্তিক চন্দ্র নামে আরও একজনকে আটক করে পুলিশ।
সঙ্ঘবদ্ধ চক্রের অন্যান্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার সাথে সাথে কোতোয়ালি থানা পুলিশের উদ্ধার অভিযানে থাকা এসআই মোফাজ্জেল হোসেন জানান, এটি একটি সংঘবদ্ধ চক্র। দুইজন কে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আরও একজন পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে।
এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।