ধ্রুব রিপোর্ট
❒ আটক বাউল শিল্পী আবুল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে মানববন্দন ছবি: ধ্রুবা নিউজ
যশোরে আটক বাউল শিল্পী আবুল সরকারের বিচার ও অক্ষর শিশু শিক্ষালয়ে শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে । সচেতন মুসল্লী সমাজের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ শুক্রবার (২৮ অক্টোবর) জুমার নামাজের পর প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধনে মুসল্লীরা বলেন, আবুল হোসেন পবিত্র ইসলাম ধর্মের চরম অবমাননা করেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এমময় বক্তারা যশোর শহরের প্রধান ডাকঘরের সামনে অবস্থিত অক্ষর শিশু শিক্ষালয়ে মেয়ে শিশু শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধের প্রতিবাদও জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুফতি ওবায়দুল্লাহ সাকির, আব্দুর রহমানসহ অন্যান্য মুসল্লী।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।