সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

তুলা চাষে উৎসাহিতকরণ কর্মশালা

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : শনিবার, ২২ নভেম্বর,২০২৫, ০৪:৫৪ পিএম
তুলা চাষে উৎসাহিতকরণ কর্মশালা

❒ তুলা চাষে উৎসাহিতকরণ কর্মশালা ছবি: ধ্রুব নিউজ

দক্ষিণাঞ্চলে তুলা গবেষণা ও সম্প্রসারণ কৌশল নির্ধারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) দুপুরে যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর তুলা গবেষণা ও বীজ বর্ধন খামার প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মজিদ, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিন।

কর্মশালায় গবেষনার মাধ্যমে তুলাকে আরও উন্নত জাতের করার বিষয়ে কৃষকদেরকে উৎসাহিত করা হয়।

এতে এলাকার তুলা চাষীরা অংশগ্রহন করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)